বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও বড় ৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে।
শুক্রবার বিকালে ফেনসিডিল ও গাঁজার গাছ গুলো উদ্ধার করেন।
এ সময় কাউকে আটক করতে পারেনি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, গোপন সংবাদে জানতে পারি খড়িডাংগা গ্রামের আসানুর বাড়িতে গাঁজার গাছ লাগিয়েছে।
এমন সংবাদে এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪ টি বড় গাঁজা গাছ উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।
তার বিরুদ্ধে গাঁজা গাছ লাগানো কারনে থানায় মামলা হয়েছে।
অপর দিকে, দক্ষিণ বারপোতা গ্রামের অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]