যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজা সহ আবু তালেব খোকন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক তালেব বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের কদম আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের চালান পাচার করছে, এমন গোপন খবরে, ডিবির এসআই শফি আহমেদ রিয়েল অফিসার ফোর্স নিয়ে গঠিত একটা চৌকস টিম নিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামস্থ ধৃত আসামির বসতবাড়ির গোয়াল ঘরে অভিযান চালিয়ে টেপ প্যাঁচানো ৫ টি পুটলায় ১০ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
ডিবি'র এসআই শফি আহমেদ রিয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং উক্ত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত বলে জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]