যশোরের বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারপোতা গামে নূরজাহান বেগম (৬১) নামে এক বৃদ্ধার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দক্ষিন বারোপোতা গ্রাম থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। নূরজাহান বেগম ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নূরজাহান বেগমের গলায় দড়ি পেঁচানো অবস্থায় নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলছে। পরে দড়ি কেটে লাশটি নামানো হয়। বিষয়টি পুলিশকে জানালে লাশ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]