যশোরের বেনাপোল পোর্ট থানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ডিসেম্বর) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল মেয়র মার্কেটের পূর্বপাশের তিনতলা ভবনের একটি রুম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
এসময় সেখান থেকে ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ লিটার তরল ক্যামিক্যাল, ৩২৮টি ফেনসিডিলের খালি বোতলসহ ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান কালু সাদিপুর গ্রামের আব্দুল রহিম ড্রাইভার এর ছেলে। সে ভারত থেকে আনা আসল ফেনসিডিলের সাথে ভেজাল ফেনসিডিল মিশিয়ে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খাঁন জব্দকৃত ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]