মাদকদ্রব্য সেবনরত অবস্থায় বেনাপোল থেকে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে বন্দরনগরী বেনাপোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা রাসনা শারমিন মিথি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাসনা শারমিন মিথি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পরিচালিত এই মোবাইল কোর্টে তাকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]