যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এক অজ্ঞাত যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভারতসংলগ্ন ইছামতি নদীর পাশের বাংলাদেশ সীমান্তের চর এলাকায় একটি গাছ থেকে তার গলায় ফাঁস দেওয়া লাশ ঝুলতে দেখা যায়।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চলছে নানা গুঞ্জন। তারা বলছেন, এটি প্রকৃতপক্ষে আত্মহত্যা নাকি হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে—তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে স্বর্ণ, ফেনসিডিল, মদ, গরু ও অস্ত্র চোরাচালানের পথ হিসেবে এ অঞ্চল ব্যবহৃত হয়। স্থানীয়দের ধারণা, চোরাচালান সংশ্লিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করেও এ যুবকের মৃত্যু হতে পারে।
বেনাপোল পোর্ট থানার এসআই খায়রুল ইসলাম বলেন, “অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।”
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। যশোর পিবিআই এ ঘটনার তদন্ত করবে।”
এর আগেও একই সীমান্ত এলাকা থেকে একাধিকবার বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার হওয়ায় নতুন করে শঙ্কা ও রহস্যের জন্ম দিয়েছে এ ঘটনা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]