হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুকে ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট–২০২৫।
খেলাধুলায় মিলবে জয়, মাদক ছেড়ে খেলতে আয়—এই অনুপ্রেরণামূলক স্লোগানে দিনব্যাপী অনুষ্ঠিত এ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ছোট আঁচড়া হাডুডু একাদশ।
শনিবার (২৫ অক্টোবর) সাদিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ৮ দলীয় এই টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বেনাপোল পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ছোট আঁচড়া হাডুডু একাদশ ভবেরবেড় হাডুডু একাদশকে হারিয়ে শিরোপা জয় করে।
খেলা দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। দর্শকদের করতালি, উল্লাস আর শিশু-কিশোরদের উচ্ছ্বাসে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে দুটি খাসি ছাগল তুলে দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এ সময় প্রধান অতিথি লিটন বলেন, আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসেছে আমাদের জাতীয় খেলা হাডুডু। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। প্রতিবছর এই আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহ-সভাপতি আব্দুল মজিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]