যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজা সহ আরিফ হোসেন (২৩) ও ওলিয়ার রহমান (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (২০ ফেব্রুয়ারী) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার বোয়ালীয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটক আরিফ বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও ওলিয়ার বোয়ালীয়া গ্রামের মিয়াদ আলীর ছেলে।
ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম একটা চৌকস টিম নিয়ে বেনাপোল থানার বোয়ালীয়া গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ তাদের আটক করে।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৬০,০০০/-টাকা।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]