বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫ বোতল বিদেশী মদসহ মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার দুপুরে বিজিবির নিজস্ব গোয়েন্দা (এফআইজি)'র হাবিলদার আনোয়ার হোসেনসহ আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।
আটক মিয়ারাজ হোসেন বাপ্পি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র যশোর- ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপির সুবেদার মোহাম্মদ আশরাফ আলী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল দুপুরে দিকে চেকপোস্টে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র এর সামনে থেকে ৫ বোতল বিদেশী মদসহ বাপ্পি কে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]