তোর অপেক্ষায় রইলাম বসে সারা জনম থাকবো
যতদিন ধরায় বেঁচে থাকি তোকে মনে রাখবো।
যত দুঃখ আসে আসুক তোকেই আপন মানবো
বাস্তবে না পেলেও তোকে কল্পনায় আমার জানবো।
স্বপ্নগুলো সব শিশিরে ভিজে সিক্ত হলো মন
তোর ভাবনায় সারাক্ষণ থাকে ভেজা চোখের কোন।
ব্যস্ততায় দিন কাটাই তবু মনে ভাসে সর্বক্ষণ
স্মৃতিরা আমাকে ব্যাকুল করতে করেছে যেন পণ।
অশ্রু সিক্ত একটা চিঠি পাঠিয়ে দিলাম আজ
তনু মন আজ বিষণ্ণ ভীষণ ভালো লাগে না কাজ।
আমার দুঃখ কষ্ট গুলো স্পর্শ করে না তোকে
আঘাতে আঘাতে বেলা ফুরালো জীবন গেল শোকে!
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]