কয়রা (খুলনা) উপজেলা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়িকে মারধরের ঘটনায় সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আমিন বাবুল গ্রেপ্তার হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনার বয়রা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: শাহ আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়িদের মেরে আহত করার ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়। মামলা নং- ১১।
এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তাটিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য খুলনা জেলাধীন কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল আমিন বাবুল-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]