এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা মানবতার কথা চিন্তা না করে শুধু মুনাফা অর্জন করেন। তবে ব্যবসায়ীদের মনে রাখতে হবে, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে কিছু লোকের চাকরির ব্যবস্থা ও অর্থ উপার্জন যেন তাদের মূল উদ্দেশ্য না হয়। বরং ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য হতে হবে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ মূলক।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এ সময় মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরদাউস মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোকেয়া মুনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পুরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাফরুল্লাহ বাবু, জেলা পরিষদ সদস্য ফিরোজ কবীর কাজল, মহিলা ইউপি সদস্য মাহফুজা খাতুন, মৌতলা বাজার কমিটির সভাপতি জিল্লুর রহমান, বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ আজগর আলী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]