জিতলেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটার দিকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। কিন্তু ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বিদের হারাতে পারেনি মেসি বাহিনী।
গোল শূন্য ড্র হয়েছে।
তবে অপর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে চিলির পরাজয়ে ভাগ্য খুলে গিয়েছে আর্জেন্টিনার।
বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ফলে আজ আর্জেন্টিনার বিপক্ষে তাদের ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তাইতো খেলেননি দলটির সেরা তারকা নেইমার, অবশ্য চোট সমস্যাও ছিল পিএসজি ফরোয়ার্ডের। তবুও ব্রাজিলকে হারাতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এর কিছুক্ষণ পরই অপরম্যাচে, চিলিকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। যার ফলে লাতিন আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনা। বর্তমানে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]