ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ইস্যুতে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সিদ্ধান্তে আসতে না পারায় সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে দু'পক্ষ। তবে কতদিন সময় বাড়ানো হয়েছে সে বিষিয়ে এখানো কিছু জানানো হয়নি। খবর বিবিসির।
একটি মুক্তি বাণিজ্য চুক্তির জন্য ইইউ এবং ব্রিটেন অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বনিবনা হচ্ছে না। চুক্তির জন্য আগের নির্ধারিত সময় শেষ হচ্ছে আজ ১৩ ডিসেম্বর। তবে সমাধান না পাওয়ায় এবার আলোচনা সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইইউ এবং ব্রিটেন।
আগামী ৩১ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সময় শেষ হচ্ছে ব্রেক্সিটের। এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজের মন্ত্রিসভাকে চুক্তি ছাড়া ব্রেক্সিটের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ব্রিটিশ নৌ বাহিনী জলসীমা রক্ষায় সব প্রস্তুতি গ্রহণ করেছে। এমন ঘোষণার পর দরপতন হয়েছে ব্রিটিশ পাউন্ডের।
এমন পরিস্থিতিতে আজ রোববার (১৩ ডিসেম্বর) আলোচনার শেষ দিনের শেষ বেলায় এসে ইইউ’র প্রেসিডেন্ট বৈঠকে বেলজিয়ামের ব্রাসেলস থেকে সময় বৃদ্ধির এ ঘোষণা দিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]