কামরুল হাসান : কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান প্রয়াত মফেজ উদ্দিন বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র বি এম আব্দুর রশিদ কচি(৭৬) গত শনিবার রাতে আকস্মিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
সাদামনের মানুষ আব্দুর রশিদ কচি কলারোয়ার ঐতিহ্যবাহী ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব এবং কলারোয়া বিএনপির সাবেক সহ সভাপতি।
বিএম আব্দুর রশিদ কচি বিশেষজ্ঞ চিকিৎসক এঁর তত্ত্বাবধানে সিবি হাসপাতালে ভর্তি থাকায় ডাক্তারের সাথে চিকিৎসা সেবা বিষয়ে পরামর্শ করতে মঙ্গলবার রাতে হাসপাতালে যান তাঁর ছোট ভাই কলারোয়া সরকারি কলেজের সাবেক জিএস বিএনপি নেতা এম এ রব শাহিন, ভগ্নিপতি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চু, ভগ্নিপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাকারিয়া বুলু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি।
এদিকে, পরিবারের সিদ্ধান্তে বুধবার দুপুরে তাঁকে সিবি হাসপাতাল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। পরিবারের পক্ষ থেকে বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব বিএম আব্দুর রশিদ কচির সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। হাসপাতালে বিএম আব্দুর রশিদ কচির সার্বিক দেখভাল করছেন তাঁর কন্যা জিনিয়া ও তাঁর জামাতাসহ পরিবারের সকলে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]