প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ
ভবদহ অঞ্চলে এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না
সোমবার (১৩ ফেব্রুয়ারি-২০২৩) দুপুরে মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার ভবদহ স্লুইচগেট যশোর জেলার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দ্রুত নিরসনকল্পে পাম্প স্থাপন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। যশোর পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে প্রকল্পটির যৌথভাবে উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
স্থানীয় প্রাক্তন চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন- এলাকার মানুষের দুঃখ দূর্দশার লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহন করেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন- ভবদহ স্লুইস গেটের উত্তরের ২৭ বিলের পানি প্রবাহ না থাকায় মানুষ দীর্ঘদিন জলাবদ্ধতায় ভূগছে। আশাকরা হচ্ছে, খুব শীঘ্রই এর স্থায়ী সমাধান হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভবদহ পানি নিরসন কমিটির আহ্বায়ক এনামুল হক বাবুল, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম ও ভবদহ পানি নিঃস্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2024 কলারোয়া নিউজ. All rights reserved.