মন্ত্রী রোববার (১লা জানুয়ারি) পিরোজপুরের সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের হাতে পাঠ্যবই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ার কেউ ছিল না। পুরনো ছেড়া বই পড়েই আমাদের এক ক্লাশ থেকে আর এক ক্লাশে উঠতে হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে পাঠ্যবই বিতরণ উৎসবে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সরকার; নারীবান্ধব সরকার; বিধায় আজ দেশের নারীরা শিক্ষায়-দীক্ষায়, রাজনীতিতে, চাকরিতে, বিচার বিভাগে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। নারীরা আজ কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করছে যে তারা পুরুষের পাশাপাশি সমান তালে চলতে পারে।
ছাত্রীদের নীতি-নৈতিকতা মূল্যবোধে উদ্ভুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দিনে দেশের নেতৃত্ব দেয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী পরে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। অস্বচ্ছলদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্রও বিতরণ করেন মন্ত্রী। বিকেলে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট পিরোজপুর জেলা হাসপাতালের শেষ পর্যায়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]