ভারতের ত্রিপুরা রাজ্যের পৌরসভার ভোট শুরু হয়েছে। ভোটের আগেই তৃণমূলের প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার সকাল থেকে এ ভোট শুরু হয়।
খবর আনন্দাবাজার পত্রিকার।
নির্বাচন কমিশন সূত্রের খবর, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আগরতলার প্রতিটি বুথে পাঁচ জন করে সশস্ত্র জওয়ান মোতায়েন থাকবেন।
নির্বাচনে বিজেপি ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে জিতে গেছে আগেই। ত্রিপুরায় পৌর অঞ্চলগুলোর বাকি ২২২টি আসনে ভোট হচ্ছে। এ ২২২টি আসনের লড়াইয়ে আছেন মোট ৭৮৫ জন প্রার্থী। এর মধ্যে বিজেপির ২২২, সিপিএমের ১৯৭, তৃণমূলের ১২০ এবং কংগ্রেসের ৯২ জন রয়েছেন।
এদিকে আগরতলা পৌরসভার ৫১টি ওয়ার্ডের সব কটিতেই বিজেপি এবং তৃণমূল প্রার্থী দিয়েছে। কংগ্রেস লড়ছে ৩৩টিতে। সিপিএম ৪০ এবং সহযোগী সিপিআই ৩, আরএসপি ২, ফরওয়ার্ড ব্লক ১টি ওয়ার্ডে লড়ছে।
নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা তৃণমূলের প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ ওঠেছে।
তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার আমবাসায় তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়েছে। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপির বাইক বাহিনী এসে হামলা চালায়।
এদিকে বিলোনিয়ায় সিপিএম প্রার্থীর বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সেই শাসক বিজেপির বিরুদ্ধেই।
এ ছাড়া আগরতলায় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যামল পাল অভিযোগ করেছেন, বুধবার রাতে তার বাড়িতে এসে শাসিয়েছে বিজেপির বাইকবাহিনী।
শ্যামল বলেন, এক সঙ্গে অনেক বাইক এসে ঘুরতে থাকে। বাড়িতেও ধাক্কা মারে। বলছিল, ভোটে লড়ে লাভ নেই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]