ইনজুরির শিকার হয়ে তামিম ইকবাল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না। এরই মধ্যে এ খবর চাওর হয়ে গেছে সর্বত্র।
খুব স্বাভবিকভাবেই প্রশ্ন উঠেছে, তামিমের পরিবর্তে তাহলে ভারতের বিপক্ষে ওযানডে সিরিজে অধিনায়কত্ব করবেন কে? যদিও টিম বাংলাদেশ ওয়ানডে খেলে না তিন মাসেরও বেশি সময়, তবুও টি-টোয়েন্টি ফরম্যাটেও টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স তেমন ভালো নয়। হাতে গোনা কজন মাত্র পারফরমার মোটামুটি ভাল খেলেছেন।
অবশেষে সিদ্ধান্তে পৌছেছে বিসিবি। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন। আগামী ৪ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন।
লিটন টেস্ট দলের ‘লিডারশিপ’ গ্রুপেরও অংশ। সাকিব আল হাসানকে টেস্ট দলের অধিনায়কত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি লিটনকে সহ-অধিনায়ক করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]