করোনাভাইরাসের দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়ল ভারত। একই সঙ্গে টানা ১৮ দিন বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে করোনার নতুন ‘হটস্পট’ দক্ষিণ এশিয়ার দেশটি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার সকালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৮৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৫ হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে।
এনডিটিভি জানায়, ১৮ দিন ধরে ভারত দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে যদিও মোট আক্রান্তে দেশটির অবস্থান তৃতীয়।
এদিকে ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী, করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ২০০ জন।
একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৮১৩ জনে।
করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৭ লাখ ১০ হাজারের মতো।
বৈশ্বিক তালিকায় ১ লাখ ৭৯ হাজার ২০০ মৃত্যু নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত প্রায় ৫৮ লাখ। আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।
দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৩ হাজারের বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৩৫ লাখ ৩৬ হাজারের বেশি।
প্রায় ৬০ হাজার মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে মেক্সিকো। করোনাভাইরাসের নতুন হটস্পট ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ৫৬ হাজারের মতো। দেশটি রয়েছে চতুর্থ স্থানে। অবশ্য ৩০ লাখের কাছাকাছি আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে আছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]