সাতক্ষীরায় সাবেক মেম্বর কর্তৃক ভারতে চাকুরির প্রতিশ্রুতিতে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যশোর জেলার কেশবপুর থানার শেখপাড়া সাতবাড়ীয়া গ্রামের মৃত. মোবারেক আলীর পুত্র হাফিজুর রহমান।
লিখিত অভিযোগে তিনি বলেন, সাতক্ষীরার বৈকারি ইউনিয়নের কাথন্ডা গ্রামের কেরাসতুল্লা মোড়লের পুত্র সাবেক মেম্বর ইব্রাহিম মোড়লের সাথে আমার পূর্ব পরিচয় ছিলো। এর জের ধরে ইব্রাহিম মোড়ল আমাকে সহ আমার পরিচিত আশরাফুল ইসলাম, রোকসান বেগম, শহিদ হোসেন, মানিক হোসেন ও মোছা ময়না খাতুনকে ভারতের বোম্বে শহরে উচ্চ বেতনে চাকুরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দিতে থাকে। তবে চাকুরি পেতে হলে ৫লক্ষ টাকা খরচ করতে হবে। আমরা পরিবারকে ভালো রাখার জন্য ইব্রাহিমের প্রস্তাবে রাজি হই এবং ঋণ দেনা করে তার হাতে ৫লক্ষ টাকা তুলে দেই। টাকা গ্রহণের পর সুচতুর ইব্রাহিম আমাদের ভারতে না নিয়ে তালবাহানা শুরু করে। টাকা ফেরত বা চাকুরি পাইয়ে দেওয়ার কথা বললে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। ইতোমধ্যে ৫ বছর অতিবাহিত হয়েছে। একপর্যায়ে গত ২৪/০৬/২১ তারিখ বেলা ১০টার দিকে তার বাড়িতে গিয়ে টাকা চাইলে ইব্রাহিম মোড়ল আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং বলে ক্ষমতা থাকলে টাকা আদায় করে নিস। স্বচ্ছলতার আশায় ওই পরসম্পদ লোভী ইব্রাহিম মোড়লের কাছে টাকা দিয়েছিলাম। কিন্তু সে আমাদের চাকুরি তোর দূরের কথা আমাদের ধার দেনা করে দেওয়া টাকা ফেরত না দিয়ে হয়রানি করে যাচ্ছে। পাশাপাশি হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।
ভুক্তভোগী ৬ জন অসহায় ব্যক্তি ওই ইব্রাহিম মোড়লের কাছ থেকে আমাদের টাকা উদ্ধার এবং তার শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]