আরও একবার দুর্যোগের আশঙ্কা। জোড়া নিম্নচাপ পরিণত হতে পারে সাইক্লোনে। রবিবার থেকে বৃষ্টি শুরু। চলবে বুধবার পর্যন্ত। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দুর্যোগ বাড়বে ভারতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্য়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন গুলাব (Cyclone Gulab)। এর আগেও ভয়াবহ সাইক্লোনের মুখোমুখি হয়েছে বঙ্গোপসাগর উপকূল।
ইয়াস- ২৬,মে ২০২১, ওড়িশার বালেশ্বরের কাছে ধামড়া বন্দরে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। মৃত্যু হয় ২০ জনের। ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বাংলাদেশ এবং নেপাল। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৮০ কোটি টাকা ।
আমপান- ২০ মে , ২০২০, পশ্চিমবঙ্গের বকখালিতে ১৫৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। মৃত্যু হয় ১২৮ জনের। ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, আন্দামান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভূটান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৪ হাজার কোটি টাকা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]