যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২০পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ আটকের ঘটনা ঘটে।
খুলনা, ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর ই-এলাহী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সেসময় ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০পিচ স্বর্ণের বারসহ দুই চোরাচালানীকে আটক করে বিজিবি।’
আটককৃত স্বর্ণ পাচারকারীদ্বয়, স্বর্ণের বার এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]