ভারতে পাচারকালে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০টি সোনারবারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৭ মে) সকালে তাকে আটক করা হয়। আটক সুমন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল বিশেষ চোরাচালান বিরোধী তলাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় যশোর চাঁচড়া বাসস্ট্যান্ড থেকে বেনাপোল গামী একটি বাসে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন সুমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে অভিনব কায়দায় তার প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১০টি (১.১৬৩ কেজি) সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬৭ লক্ষ টাকা।
এসময় তার স্বীকারোক্তিতে পলাতক আসামী সাদিপুর গ্রামের আবু সাঈদের ছেলে কামরুল ইসলাম (৩২) বলে জানা যায়। আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]