যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮ টি কাকাতোয়া পাখি উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে পাখি গুলো উদ্ধার করা হয়। যার মুল্য ১২ লক্ষ টাকা বলে জানা গেছে। তবে এ সময় কোন পাচারকারী আটক হয়নি।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোগা বিওপির সুবেদার মোস্তফা কামাল জানান, পাখি চোরাচালানী একটি চক্র বাংলাদেশ থেকে কাকা তোয়া পাখি ভারতে পাচারের জন্য সীমান্তে নিয়ে আসলে গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে পাখি গুলো আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।
আটক কাকা তোয়া পাখি গুলো ২১ বিজিবি ব্যাটেলিয়ান খুলনা হেডকোয়াটারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]