করোনায় কোণঠাসা হয়ে আছে পুরো বিশ্ব। তবে, এই কোণঠাসার তালিকায় শীর্ষে নাম উঠে আসছে ভারতের। ভারতে দিন দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৩৪৭ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১,০৮৫ জনের। সুস্থ হয়ে উঠেছে মোট ৪৫ লাখ ৮৭ হাজার ৬১৪ জন। ভারতজুড়ে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৯০ হাজার ২০ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশটিতে মোট করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ৪৬ হাজার ১১ টি। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লাখ ৬৮ হাজারের বেশি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]