ভারতের উত্তর সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার সেনা। তাদের বিমানে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে হতাহত সেনা সদস্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর এনডিটিভির।
বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তিন গাড়ির এক বহরের অংশ ছিল ট্রাকটি। বহরটি জেমার উদ্দেশে আজ সকালে চ্যাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। এ সময় দ্রুত বাঁক নিতে গিয়ে রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যায়। ঘটনার পর পরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং আহত চার সেনাকে বিমানে করে হাসপাতালে নেওয়া হয়।
এক টুইটে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনা সদস্যদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত। দেশের প্রতি নিবেদন ও সেবার জন্য জাতি কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আর যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]