প্রথমবারের মতো কোভিড-এর নতুন ধরন শনাক্ত হল ভারত ও পাকিস্তানে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুই দেশই শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। এদের সবাই সম্প্রতি যুক্তরাজ্য থেকে এসেছে।
এর মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে ৬ জনের দেহে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়। সম্প্রতি তারা ছয়জনই ব্রিটেন থেকে ভারতে আসেন। তিনজন ব্যাঙ্গালুরু, দুজন হায়দারাবাদে এবং অন্যজন পুনেতে অবস্থান করছেন। তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় সহায়তায় আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তারা হোম কোয়ারাইন্টেনে আছেন।
গেল ২৫ নভেম্বর এবং ২৩ ডিসেম্বর দু দফায় যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী বিমানে ভারতে আসেন। এদের মধ্যে ১১৪ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
অন্যদিকে পাকিস্তানেও যুক্তরাজ্য ফেরত কয়েকজনের দেহে নতুন ধরনের করোনা ধরা পড়েছে। সিন্ধু প্রদেশের স্বাস্থ্য দফতর যুক্তরাজ্য ফেরত ১২ জনকে পরীক্ষা করালে তিনজনের শরীরে নতুন ধরন শনাক্ত হয়। দেশটিতে এই প্রথম নতুন ধরনের অস্ত্বিত পাওয়ায় বেশ তৎপর হয়ে উঠেছে পাকিস্তান সরকার।
চলতি মাসে যুক্তরাজ্যে কোভিড-এর নতুন ধরনের অস্ত্বিত পাওয়া যায়। ভাইরাসটি স্বাভাবিকের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রমিত করতে পারে, এমন খবরে ব্রিটেনের সঙ্গে আকাশ, স্থল এবং নৌ-পথে যোগাযোগ বন্ধ করে দেয় ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালিসহ বিশ্বের অনেক দেশ।
তবে নতুন ধরন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। এর বিস্তার ঠেকাতে বিশেজ্ঞরা কাজ করছে বলেও জানায় সংস্থাটি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]