কলারোয়ার মাদরা ও পার্শ্ববর্তী সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারীসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার (২৬ জুলাই) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের কদম চাকতি, ফুলতলা উপজেলার জগনীপাশা গ্রামের লাভলি, মাগুরার শালিখা উপজেলার ছান্দরা গ্রামের আরিফা খাতুন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মর্জিনা, গাজীপুরের টুঙ্গি মডের থানাধীন টুঙ্গি বউবাজার এলাকার নাসরিন।
আটকদের মধ্যে ৩ জনকে সোনাবাড়িয়া স্কুলে অস্থায়ীভাবে স্থাপনকৃত কোয়ারেন্টানে রাখা হয়েছে। অপর ২ জনকে কলারোয়া থানায় সোপর্দ করেছে বিজিবি।
সাতক্ষীরা, ৩৩ বিজিবি সূত্রে জানা গেছে, ‘মাদরা ও তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে মাদরা সীমান্তে ২জন ও অপর ৩জন তলুইগাছা সীমান্তে আটক হন।’
সাতক্ষীরা, ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ জানান, ‘লকডাউন চলাকালে অবৈধভাবে ভারতে যাওয়া-আসার সময় এ পর্যন্ত ১১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা, ৬ জন মানবপাচারকারী ও ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]