ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে হাতেনাতে ভুয়া আইনজীবী সুফিয়া খানম রিমি ওরফে মোছাম্মত মৌ আটক হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিল্ডিং গেটে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন তিনি। ধরা পড়ার সময়ও তিনি এক মক্কেলের সঙ্গে মামলার তদবির করছিলেন তিনি। এর আগে গতবছর মে মাসে একই অপরাধে ধরা পড়েন তিনি। সেই মামলায় জামিনে মুক্ত হয়ে আবারো শুরু করেছেন প্রতারণা।
টাউট উচ্ছেদ কমিটির অভিযানের নেতৃত্বে ছিলেন ঢাকা বারের সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান। পরে ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী আফরোজা সুলতানা ইভা রাজধানীর কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৪১৯ ধারায় একটি এজাহার দায়ের করেন।
এজাহারে বলা হয়, আসামি আইনজীবী না হয়েও দীর্ঘদিন ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]