নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত ইউনিয়ন লেঙ্গুরায় বিদ্যুৎস্পৃষ্টে স্টুডিও ব্যবসায়ী মো. আজিজুল হকের (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে গোসল করার সময় ভেজা শরীরে পানি উঠাতে গিয়ে বৈদ্যুতিক মোটরের সুইচ অন করলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লেঙ্গুরা ইউপির চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আজিজুল কলমাকান্দা উপজেলায় লেঙ্গুরা ইউনিয়নের পূর্ব জিগাতলা গ্রামের ফজলুল হকের ছেলে। জিগাতলা বাজারে তার একটি স্টুডিও ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের বাড়িতে গোসল করছিলেন আজিজুল হক। এ সময় পানির ট্যাঙ্কি শূন্য হয়ে যাওয়ায় ভেজা শরীর নিয়েই মোটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তার ভাই ইমাম হোসেন মেইন সুইচ বন্ধ করে দিলেও ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]