নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম শনিবার (২২ মার্চ) দুপুরে দেবহাটার কুলিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার পরিদর্শন ও দুই ঔষধ দোকানদারকে জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন'০৯ বাস্তবায়নে বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের একটি ফোর্স টিম, ক্যাব সদস্য ও দুপ্রক সদস্য সাকিবুর রহমান বাবলা।
বাজারের কিছু ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শনকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অভিযোগে মেসার্স শোভা মেডিকেল হলে ৭ হাজার ও রিহান ফার্মেসিতে ১ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫১ ধারা লংঘনে।
এছাড়া উপস্থিত ছিলেন, বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা। তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বক্তব্য রাখা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]