ভোমরার পদ্নশাঁখরা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সাতক্ষীরার হাজিপুর ফুটবল দলকে ২-১গোলে হারিয়ে জয়লাভ করেছে কালীগঞ্জের কদমতলার পিডিকে মিতালীসংঘ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে পদ্নশাঁখরা কোহিনুর ক্লাব আয়োজিত লক্ষটাকার নয়া ড্রিংক্রিং ওয়াটার ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রধমার্ধে ১৯মিনিটে কালীগঞ্জের কদমতলার পিডিকে মিতালী সংঘের ৯নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলায়াড় গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে ১১মিনিটে সাতক্ষীরার হাজীপুর ফুটবল দলের ৮নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় গোল করে দলকে সমতায় ফেরান। ২৮মিনিটে পিডিকে মিতালী সংঘের গাম্বিয়ান খেলোয়াড় মোস্তফা গোল করে দলকে এগিয়ে নিয়ে নিজেদের জয় নিশ্চিত করেন।
খেলাটি পরিচালনা করেন জুনায়েদ সিদ্দিকী তাকে সহযোগিতা করেন ওয়াহিদ বাবলু ও নাছির উদ্দিন।
ম্যাচ কমিশনার ছিলেন হাসানুজ্জামান।
ধারাবিবরণীতে ছিলেন ইসমাইল হোসেন মিলন ও জিএম সিরাজুল ইসলাম।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ৬নম্বর ভোমরা ইউনিয়ন আ লীগের সভাপতি আব্দুল গফুর গাজী, ৬নম্বর ভোমরা আ লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী, ৬নম্বর ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজী, পদ্নশাখরা কোহিনুর ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, আরও উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন, শাহাজাহান কবির, কবির হোসেন, জাহিদ হোসেন, আনছার আলী, মনিরুজ্জামান মুকুল, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমি গৌত্তম মন্ডল, আশরাফুল, ইমন প্রমুখ।
শুক্রবার (২৪ডিসেম্বর) বিকালে একই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আজকের খেলার বিজয়ী কালীগঞ্জের পিডিকে মিতালী সংঘ বনাম
ভোমরা ফল ব্যাবসায়ী সমিতি ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]