বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের এক অভিযানে ৫৯৬ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক মহিলাকে আটক করা হয়েছে।
আটককৃতের নাম মোছাঃ আছিয়া বেগম (৬৫)। তিনি শহরের ইটাগাছা এলাকার মৃত নিয়ামুদ্দিন সরদারের স্ত্রী।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই ২০২০ সকাল ৭টার সময় ভোমরা ফল মোড় পাঁকা রাস্তার উপর বিজিবি সদস্যরা অভিযান চালায়। ভোমরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে মোছাঃ আছিয়া বেগমকে স্বর্ণসহ আটক করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]