ভোমরা ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশনের সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ চাঁদাবাজীর দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় ভোমরা বন্দর এলাকায় ডাম্পার চালকদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ভোমরার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবাদুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম।
বক্তব্য দেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ৮৬) এর সহ-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ভোমরা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি হাফেজ বিল্লাল হোসেন, শ্রমিক নেতা মিজানুর রহমান, ডাম্পার চালক বকুল হাসান, ফয়সাল খান চৌধুরী, রিপন হোসেন বাবু, আনারুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ভোমরা স্থবন্দরে কোন অবৈধ চাঁদাবাজী করতে দেয়া হবে না। ভোমরা স্থলবন্দরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবৈধ চাঁদাবাজীর প্রতিবাদ করতে গিয়ে সাদ্দাম হোসেন মিথ্যা মামলার স্বীকার হয়েছেন। সাদ্দামের বিরুদ্ধে যদি এ মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে ভোমরা স্থলবন্দরবাসী ও ডাম্পার চালকরা ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সম্পাদককে এ বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। এসময় বক্তারা অবিলম্বে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]