নিজস্ব প্রতিনিধি : ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে বিগত আহবায়ক কমিটির মোঃ হাবিবুর রহমান হবি ও সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সদস্য রইছুল হক টুকু নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবু হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা 'র হাতে দায়িত্বভার বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস সুলতানা সাথী, অর্থ সম্পাদক মোঃ আব্দুল গফুর সরদার, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহানুর ইসলাম শাহিন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যিক ক্ষেত্রে আর উন্নত করা হবে। ব্যবসায়ীদের স্বার্থের কথা ভেবে সকল রাজনৈতিক উদ্ধে রেখে সকলের কল্যাণে কাজ করতে হবে। নির্বাচিত ১৩ জন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]