সাতক্ষীরা প্রতিনিধি : আগামী ৩১ অক্টোবর ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) নির্বাচন পরিচালনা পরিষদের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুস ছবুর, সদস্য সচিব লুৎফর রহমান মন্টু ও সদস্য মো. জলিলুর রহমান উপস্থিত থেকে সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছেন।
নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, নির্বাচনী তফসিল অনুযায়ী ৮ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪০ জন। বৃহস্পতিবার ১০ অক্টোবর সকাল ১০টা হতে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। বৃহস্পতিবার ৩১ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অ্যাসোসিয়েশন ভবনের বিরতহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লুৎফর রহমান মন্টু জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি যাবতীয় প্রস্তাব গ্রহণ করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]