সাতক্ষীরায় ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, সি এন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সদস্য সচিব মাকছুদ খান, সদস্য আমির হমজা, লুৎফর রহমান, আবুল হাসান, শাহিনুর রহমান, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দীবা খান সাথী, মো. মশিউর রহমান বাবু, মুর্শিদা আক্তার, (উন্নয়ন) জ্যোৎস্না আরা, মো. কামরুজ্জামান রাসেল,মোহাম্মদ আলী সুজন, আশরাফুল করিম ধনি, মীর তাজুল ইসলাম রিপন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম আজাদ, মো. আমিরুল ইসলাম মুকুল, প্রভাষক মো. কামরুজ্জামান, মো. আশরাফ উদ্দীন, গাজী আবুল কাশেম, আ.ম আক্তারুজ্জামান মুকুল, মো. নুরুল হক, সোহরাব হোসেন বাবু, খুরশীদ জাহান শিলা, আলহাজ আব্দুল গফ্ফার, সামছুজ্জামান বাবলু ও অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, “ভোমরায় কমিশনার নিয়োগ, ট্রাক টার্মিনাল, ভোমরায় ৫০ শর্য্যা বিশিষ্ট হসপিটাল, বন্দর থানা, ভোমরা বন্দরের ফোরলেন রাস্তা, ফায়ার স্টেশন, ভোমরাকে পৌরসভা করা। এছাড়াও ভোমারা বন্দরের যাত্রী দের জন্য ঢাকার গাড়ী ওপেন করার জন্য এম আর পরিবহন চেয়ারম্যান নুরুল হককে প্রস্তাব দেওয়া হলে যত দ্রুত সম্ভব চালু করবেন বলে জানান। আরও কিছু নার্য্য দাবি তুলে ধরেন এবং দাবি পুরনের জন্য একই সাথে আন্দোলন গড়ে তুলার সাথে সাথে উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করার আহবান জানান।”
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]