ভোমরা স্থল বন্দর শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আলী।
সোমবার সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন (রেজি. নং-২০৯৪) ভোমরা স্থল বন্দর শাখার সভাপতি মীর মুহিতুল আলম মহি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আলিম স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- 'বর্তমান সভাপতি মীর মহিতুল আলম মহি ব্যক্তিগত ব্যস্ততার জন্য সময় দিতে না পারায় গত ১৯/০২/২০২২ইং তারিখে সংগঠনের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মো. ইয়াসিন আলীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।'
বিজ্ঞপ্তিটির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা ইয়াসিন আলীর বাড়ি কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]