প্রতাপনগর, কুড়িকাহুনিয়ার গড়ইমহল খাল ভয়াবহ রূপ নিয়েছে। বিগত ২০মে ঘূর্ণিঝড় আম্পানে নদী ভাঙ্গনে তলিয়ে যায় পুরা প্রতাপনগর ইউনিয়ন। ঝড়ের ৭১ দিন অতিবাহিত হলেও মানুষের ভোগান্তি বিন্দুমাত্র কমেনি।
নদী ভাঙ্গন আটকাতে না পারায় দিন দিন ভাঙ্গন বেঁড়ে চলেছে। প্রতিদিন দুইবার জোয়ার ভাটার ¯্রােতে গড়ইমহল খালের রাস্তা ভাঙ্গন নেওয়ার কারনে শতশত পরিবার এখন ঘর বাড়ি ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে।
কিছু কিছু পরিবার ইতিমধ্যে তাদের শেষ সম্বল বসত ভিটা ছেড়ে দিয়েছে। খালের রাস্তা ভেঙ্গে ক্লোজার উঠে যাওয়ার কারণে গকুলনগর, নাকনা, সোনাতনকাঠি, শ্রীপুর, কুড়িকাহুনিয়াবাসীর নিত্য প্রয়োজনীয় কাজ মিটানোর যাতায়াত মাধ্যম এখন নৌকা। ভাঙ্গনের পাশে বিদ্যুতের পোলগুলি একের পর এক উপড়ে গিয়ে ঝুঁকিতে আছে এলাকাবাসী। পবিত্র ঈদুল আযহা’র আনন্দ যেনো হারিয়ে গিয়েছে বানভাসি মানুষের মাঝথেকে।
এখানকার এলাকাবাসী পানি উন্নয়নবোর্ডের কাছথেকে প্রয়োজনীয় বস্তা এবং বাশ পেলে তাৎক্ষণিকভাবে সেচ্ছাশ্রমে কাজ করতে প্রস্তুুত আছে বলে জানাগেছে। এলাকার সর্বস্তরের জনগণ অতিদ্রুত সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ আশা করেছেন।
সুত্র পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]