পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী ৩ নং ওয়ার্ডের স্লুইসগেট এলাকার শেখ সোহেলের বসত ঘরে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শেখ সোহেল ওই এলাকার মোঃ আলম শেখের পুত্র। তিনি মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং পেশায় একজন ঠিকাদার।
খোঁজ নিয়ে জানা গেছে, ৭ জুন ভোর সাড়ে ৬টার দিকে শেখ সোহেলের ছোট ভাই ইমরান ঘুম থেকে উঠে ঘরের দরজার এক কোনা পোড়া দেখতে পায়।এরপর ঘরের বেড়ায় কেরাসিন ছিটানো দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন সহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। কে বা কারা এ ঘটনায় জড়িত তা নিশ্চিত হওয়া যায় নি। তবে ভুক্তভোগী পরিবারের দাবি,পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে।
লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে খোঁজখবর নেওয়ার বিষয়টি মঠবাড়িয়া থানার এএসআই জসিম উদ্দিন নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]