পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রওশনআরা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষরা।শুক্রবার (১২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। রওশনআরা বেগম বেতমোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ বেতমোর এলাকার জসিম মিয়ার স্ত্রী।
ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার সকালে প্রতিপক্ষ মোস্তফা শরীফ ও আল-আমীন শরীফ গং স্থানীয় মেম্বারের ছেলে আলমগীরের নেতৃত্বে ২০/২৫ জন ভাড়াটিয়া লোক নিয়ে বিরোধীয় জমিতে ঘর তুলে দখল করার চেষ্টা করে। এ সময় আহত নারী রওশনআরা বেগম ও তার ছেলে ৭ম শ্রেনীর ছাত্র লিমন ভিডিও করার চেষ্টা করে। তখন প্রতিপক্ষরা মোবাইলটি ছিনিয়ে নেয়।মোবাইলটি তাদের হাত থেকে আনতে গিয়ে ওই নারী হামলার শিকার হয়। ভিডিওতে ভাড়াটিয়া লোকজনের ছবি থাকায় মোবাইলটি ফেরত না দিয়ে তারা হত্যা চেষ্টা চালায়।
স্থানীয়রা জানান,বিরোধীয় ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে ৫/৬ বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা সহ একাধিকবার শালিসি ব্যবস্থা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিরোধ নিষ্পত্তি হয়নি।এরমধ্যেই আজকের মোস্তফা শরীফ গং লোকজন নিয়ে ঘর তুলে ওই জমি দখল করতে আসলে এ ঘটনা ঘটে।
আহত রওশনআরা বেগম মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার শ্বাশুড়ি দেলোয়ারা বেগমও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]