পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদের মোট ভোটার ও ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এবার ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪৫২৩ জন।এর মধ্যে ভাইজোড়া,কচুবাড়িয়া ও খেতাচিড়ায় (সংরক্ষিত আসন নংÑ০১) ভোটার সংখ্যা ৮০৭৩ জন। সাপলেজা, চড়কগাছিয়া ও তাফালবাড়িয়ায় (সংরক্ষিত আসন নং-০২) ভোটার সংখ্যা ৮৭২৮ জন। নলী ,বুখইতলা ও বাদুরতলী এলাকায় (সংরক্ষিত আসন নংÑ০৩) ভোটার সংখ্যা ৭৭২০ জন।
১০ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে ১৩০ নং দক্ষিন পূর্ব বাদুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি। বিদ্যালয়টির উন্নয়নের টাকা ইতোমধ্যে প্রধান শিক্ষক ও সভাপতি আত্মসাত করেন ।অবহেলিত এ বিদ্যালয়টি দেখলে সহযেই অনুমেয় যে এখানে সরকারের কোন আইন চলে না ,চলে প্রধান শিক্ষক ও সভাপতির নিজস্ব আইন। অদৃশ্য শক্তির ইশারায় কেন্দ্র সংস্কারের টাকাও আত্মসাত করার সাহস করেন তারা।
ভোট কেন্দ্রগুলোর মধ্যে ভাইজোড়া সরকারী প্রা: বি: কেন্দ্রে পুরুষ ভোটার ১২৯৬ জন ও মহিলা ভোটার ১৩১৭ জন।কচুবাড়িয়ায় পুরুষ ভোটার ১৪৮০ জন ও মহিলা ভোটার ১৪৮১ জন। খেতাচিড়ায় পুরুষ ভোটার ১২৮৪ জন ও মহিলা ভোটার ১২১৫ জন।সাপলেজা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটার ৭৪৫ জন ও মহিলা ভোটার ৮১৬ জন।ঝাটিবুনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পুরুষ ৮২৩ ও মহিলা ৮১২। নলী চড়কগাছিয়া তমিজিয়া মা: বি: চড়কগাছিয়া কেন্দ্রে পুরুষ ভোটার ১৩৯১ জন ও মহিলা ভোটার ১৪০৩ জন।তাফালবাড়িয়ায় পুরুষ ভোটার ১৩৮৭ জন ও মহিলা ভোটার ১৩৫৩ জন।বাদুরতলী পুরুষ ভোটার ১২০৮ জন ও মহিলা ভোটার ১২০৫ জন।উত্তর নলী সরকারী প্রা: বি: বুখইতলা কেন্দ্রে পুরুষ ১২৭৩ ও মহিলা ১২৮০। নলী চান্দখালী কেন্দ্রে পুরুষ ভোটার ১৩৯৭ জন ও মহিলা ভোটার ১৩৫৭ জন।
উল্লেখ্য,আগামী ১১ এপ্রিল মঠবাড়িয়া উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।এরমধ্যে রয়েছে তুষখালী,মিরুখালী,বেতমোর রাজপাড়া,গুলিশাখালী,সাপলেজা ও আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ। এই ৬টির মধ্যে সবচেয়ে বেশী ভ্ােট্রা রয়েছে সাপলেজা ইউনিয়নে।দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরুখালী ইউনিয়ন। এখানে মোট ভোটার সংখ্যা ১৯০৯৩ জন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]