মণিরামপুর উপজেলার পারখাজুরা দফাদারপাড়া গ্রামের এক অসহায় পান চাষিকে তার প্রতিবেশি কর্তৃক মারপিটসহ বিভিন্ন হুমকি-ধামকির শিকার হয়েছেন।
এঘটনায় মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, সর্বশেষ গত ২০ এপ্রিল-২০২১ তারিখ বিকেলে পূর্বশত্রুতার জেরধরে ও পানের বরজে পানি দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট হয় গোলযোগ। এ গোলযোগে মৃত সৈয়দ আলী সরদারের ছেলে মোঃ মতলেব সরদারকে (৬৫) পান ক্ষেতেই লাঠিশোটা দিয়ে ও কিল, ঘুসি মেরে শরীরের বিভিন্ন জায়গায় নীলাফোলা জখম করে একই গ্রামের বাসিন্দা ও মোঃ মতলেব সরদারের প্রতিবেশি মৃত ইন্তাজ আলী সরদারের ছেলে মোঃ জলিল সরদার ও মোছাঃ ঝর্ণা খাতুন। এছাড়া এরা বিভিন্ন সময় মোঃ মতলেব সরদারকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা ও মারপিট করাসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে দীর্ঘদিন।
উক্ত ঘটনায় পারখাজুরা দফাদারপাড়া গ্রামের মোছাঃ পারুল বেগম (৩০) ও মোছাঃ হালিমা খাতুনকে (২২) স্বাক্ষী রেখে একই গ্রামের মৃত ইন্তাজ আলী সরদারের ছেলে মোঃ জলিল সরদার (৬৬) ও মোছাঃ ঝর্ণা খাতুন (২৬) এদেরকে বিবাদী করে মোঃ মতবেল সরদার বাদী হয়ে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]