মণিরামপুরের রাজগঞ্জে ৪৯তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ের মণিরামপুর উপজেলার সাব জোন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঝাঁপা ইউনিয়নের কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতার ফুটবল খেলায় অংশ গ্রহণ করে ৪টি ইউনিয়নের চ্যাম্পিয়ন দলগুলো। যথাক্রমে- হরিহরনগর ইউনিয়নের খাটুরা জোনের চ্যাম্পিয়ন দল মদনপুর মাধ্যমিক বিদ্যালয়, মশ্বিমনগর ইউনিয়নের চাঁপাতলা জোনের চ্যাম্পিয়ন দল মশ্বিমনগর স্কুল এন্ড কলেজ, চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট জোনের চ্যাম্পিয়ন দল নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা ও ঝাঁপা ইউনিয়নের চ্যাম্পিয়ন দল কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়।
এ ফুটবল খেলার নির্ধারিত সময়ে উভয় দলের খেলোয়াররা অনেক চেষ্টা করে কোনো গোল দিতে না পেরে, অতিরিক্ত সময়ে ট্রাইবেকারে ৩-২ গোলে মদনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় মদনপুর মাধ্যমিক বিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল লতিফ।
এসময় উপস্থিত ছিলেন, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি মো. রবিউল ইসলাম, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, উপজেলা স্কাউটস-এর সহ-সভাপতি শিক্ষক মো. আহাদ আলী প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রবিউল ইসলাম এবং খেলা পরিচালনা করেন মো. মেহেদী হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]