যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
উৎসব মুখোর পরিবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে রোববার (১১ ডিসেম্বর-২০২২) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে অত্র বিদ্যালয়ে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়- অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির এ নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে ৩টি প্যানেলে সাধারণ অভিভাবক সদস্যপদে ১২ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যপদে ৩ জন, দাতা সদস্যপদে ২ জন এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্যপদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন মহিলা প্রার্থী নির্বাচিত হয়েছেন। যার মধ্যে রয়েছে স্থানীয় আওয়ামীলীগের মোঃ আবুল হোসেন প্যানেলের সকল প্রার্থী।
যথাক্রমে- দাতা সদস্যপদে মোঃ ইসলাম আলী বিশ্বাস- ০৭ ভোট, সাধারণ অভিভাবক সদস্যপদে মোঃ শামছুর রহমান- ৯৫ ভোট, মোঃ আব্দুল আলীম- ৯৫ ভোট, মোঃ রবিউল ইসলাম- ৯৪ ভোট, মোঃ সওকত আলী- ৮৯ ভোট, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যপদে মোছাঃ মারীজা খাতুন- ৯৬ ভোট এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্যপদে মোঃ জাহাঙ্গীর আলম- ১২ ভোট, মোঃ খলিলুর রহমান- ০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
উল্লেখ্য- হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ভোটার সংখ্যা মোট ২০৫ জন।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার।
নির্বাচন চলাকালিন সময়ে অত্র বিদ্যালয়ে (ভোট কেন্দ্র) সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসপেক্টর বানী ইসরাইলের নেতৃত্বে পুলিশের একটি টিম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]