যশোরের মণিরামপুরে প্রাণিসম্পদ দপ্তরের অনুমতি না নিয়ে মৎস্য ও পশুখাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার পাড়িয়ালী ও গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ জরিমানা আদায় করেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পার্থ প্রতীম রায় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলী হাসান বলেন- উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অনুমতির না নিয়ে দীর্ঘদিন ধরে পাড়িয়ালী বাজারের মেসার্স মিমি এন্টারপ্রাইজের মালিক প্রান্ত মণ্ডল মৎস্য ও পশুখাদ্য উৎপাদন এবং বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আলী হাসান আরও বলেন- এ ছাড়া গোপালপুর বাজারের মেসার্স রাজু ট্রেডার্সের মালিক সোহরাব হোসেনও বিনা অনুমতিতে মৎস্য ও পশুখাদ্য বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে দুই প্রতিষ্ঠানের কেউ প্রাণিসম্পদ বিভাগের ইস্যুকৃত পশুখাদ্য বিক্রির লাইসেন্সে দেখাতে পারেননি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]