যশোরের মণিরামপুরে নিখোঁজ হওয়ার আট দিন পর নবম শ্রেণির এক ছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি-২০২৩) দিবাগত রাতে তাকে উদ্ধারের সময় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সান তারক দাস (২৫) মণিরামপুর পৌর শহরের মোহনপুরের হরলাল দাসের ছেলে। গত শুক্রবার তার বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন ওই ছাত্রীর স্কুলশিক্ষক বাবা।
মামলা সূত্রে জানা গেছে- স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন তারক দাস। বাদী বিষয়টি যুবকের অভিভাবককে জানিয়ে প্রতিকার পাননি। গত সোমবার স্কুলে আসার পথে পৌর এলাকা থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী।
মঙ্গলবার (৩১ জানুয়ারি-২০২৩) সকালে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে চায়নি বাদীপক্ষ।
মণিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন- প্রযুক্তির মাধ্যমে ওই যুবক ও স্কুলছাত্রীর অবস্থান বের করে সোমবার আমরা টঙ্গী পশ্চিম থানায় যাই। এরপর সেখান থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অভিযানে গেলে সেখানে একটি বাজারে তাদের দুজনকে একসঙ্গে পাওয়া যায়। মঙ্গলবার (৩১ জানুয়ারি-২০২৩) ভোরে আমরা ছেলে ও মেয়েকে নিয়ে মণিরামপুরে পৌঁছেছি।
এএসআই সোহেল রানা বলেন- নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় মেয়েটিকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তারক দাস। সোমবার সন্ধ্যায় তারা ওই বাসা থেকে ঘুরতে বের হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- ঘটনা শোনার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। গত শুক্রবার মামলা পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবককে মঙ্গলবার (৩১ জানুয়ারি-২০২৩) আদালতে পাঠানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]