মণিরামপুরে মঙ্গলবার নতুন আরো পাঁচজনের করোনায় আক্রান্তের খবর এসেছে। এই নিয়ে মণিরামপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৬-তে।
মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপকুমার বসু এই তথ্য নিশ্চিত করেছেন।
মণিরামপুরে নতুন করোনা শনাক্ত পাঁচজন হলেন, উপজেলার বাটবিলা গ্রামের পরিবার পরিকল্পনা সহকারী প্রদীপ চক্রবর্তী (৫৬), শ্রীপুর গ্রামের মোহাম্মদ আসাদুল্লাহ (৪০), মশ্মিমনগরের হাজরাকাটি গ্রামের রফিকুল ইসলাম (৪৫), মণিরামপুরে অবস্থানরত এনজিও কর্মী অভয়নগরের বনগ্রামের আজম (৪৫) এবং কেশবপুরের আলতাপোল গ্রামের ব্যবসায়ী শিমুল পাল (৩০)।
ডা.অনুপ বসু বলেন, গত রোববার (৯ আগস্ট) মণিরামপুর হাসপাতাল থেকে দশজনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। তাদের মধ্যে আজ (মঙ্গলবার) পাঁচজনের নমুনা পজেটিভ এসেছে।
নতুন আক্রান্ত সবাই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের বাড়ি লকডাউনের জন্য উপজেলা প্রশাসনকে তালিকা দেওয়া হয়েছে বলে জানান ডা. বসু।
এই পর্যন্ত মণিরামপুর হাসপাতাল থেকে ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া এই অঞ্চলের অনেকে বিভিন্ন হাসপাতালে নমুনা দিয়েছেন। তাদের মধ্যে ১২৬ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। যাদের ৮৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]