হেলাল উদ্দিন : যশোরের রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুর অংশে গত এক সপ্তাহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন ট্রাকচালক রাজু আহমেদ, হেলপার এরফান হোসেন, ভ্যানযাত্রী নাজমুল হোসেন ও রতন মিয়া এবং মোটরসাইকেল আরোহী তারিক হোসেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- গত রোববার রাতে মাছের খাদ্যবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৪৩৩৯) সাতক্ষীরার উদ্দেশে রওনা দিয়ে সোমবার সকালে মণিরামপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক রাজু আহমেদ ও হেলপার এরফান হোসেন নিহত হন।
একই দিন দুপুরে মণিরামপুর সরকারি কলেজের পাশে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানযাত্রী নাজমুল হোসেন (জয়পুর) ও রতন মিয়া (গাইবান্ধা) নিহত হন।
এর আগের দিন, বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে আসার সময় চালকিডাঙ্গা বাজারের পাশে বাসের চাপায় নিহত হন কাঠ ব্যবসায়ী তারিক হোসেন। তিনি পৌর এলাকার গাংড়া মোল্যাপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান- ধারণা করা হচ্ছে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চালকদের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করা হয়েছে, তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]